অস্ট্রেলিয়া থেকে মুম্বই, চোটের ধাক্কায় ভারতীয় ক্রিকেটে উদ্বেগের প্রহর
স্বপ্ন শেষ প্রতীকার, দলে এলেন শেফালি
নিজস্ব প্রতিবেদন
২৭ অক্টোবর: বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামার আগে বিরাট ধাক্কা খেল ভারতীয় শিবির। চোটের জন্য বিশ্বকাপের বাকি ম্যাচ থেকে ছিটকে গেলেন ফর্মে থাকা ওপেনার প্রতীকা রাওয়াল। সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের এক সূত্র বলেছে, ‘‘রবিবার যে ভাবে চোট পেয়েছিল প্রতীকা, তাতে বোঝাই গিয়েছিল ওর পক্ষে আর খেলা সম্ভব নয়।’’ এর ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল এবং ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচেও বাইরে থাকতে হবে প্রতীকাকে। এই পরিস্থিতিতে ডেকে পাঠানো হয়েছে শেফালি বর্মাকে। তিনি অস্ট্রেলিয়া ম্যাচ থেকেই খেলতে পারবেন।
বিশ্বকাপের দল যখন বাছা হয়, তখন শেফালিকে উপেক্ষা করে প্রতীকাকে বেছে নেন নির্বাচকেরা। তাঁরা জোর দিয়েছিলেন ধারাবাহিকতার উপরে। যা নিয়ে কম বিতর্ক হয়নি। ২০২৪ সালের পরে এই প্রথম একদিনের ম্যাচে খেলবেন শেফালি। তবে ভারতীয় ‘এ’ দলের সঙ্গে ছিলেন তিনি। গত বছর হরিয়ানার হয়ে পাঁচশোর বেশি রান করেছিলেন শেফালি। স্ট্রাইক রেট ছিল দেড়শোর উপরে।
রবিবার মুম্বইয়ে ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মিডউইকেটে ফিল্ডিং করছিলেন প্রতীকা। ২১তম ওভারের শেষ বলে দৌড়ে এসে বাউন্ডারি বাঁচাতে গিয়েছিলেন তিনি। ওই সময় মাটিতে পা আটকে তিনি পড়ে যান। টিভি রিপ্লেতেই পরিষ্কার বোঝা যায়, প্রতীকার গোড়ালি মচকে গিয়েছে। যন্ত্রণায় মাটিতে পড়ে ছটফট করতে থাকেন তিনি।
স্মৃতি মন্ধানা এবং প্রতীকা রাওয়ালের জুটি চলতি মেয়েদের বিশ্বকাপে ভারতকে খুব ভাল মঞ্চ গড়ে দিচ্ছিলেন। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আগের ম্যাচেই শতরান পেয়েছিলেন ২৬ বছর বয়সি এই ওপেনার। ছ’ ইনিংসে ৩০৮ রান করেছিলেন প্রতীকা। গড় ছিল ৫১.৩৩। ভারতীয় শিবির এই ধাক্কা কী ভাবে কাটিয়ে ওঠে, সেটাই দেখার।
দুশ্চিন্তা: ক্যাচ ধরতে গিয়ে মারাত্মক চোট পান শ্রেয়স। গেটি ইমেজেস
সুযোগ: মাঠে নামার অপেক্ষায় শেফালি। এক্স