তৃতীয় দ্রুততম দ্বিশতরানের নজির পৃথ্বীর
নিজস্ব প্রতিবেদন
২৭ অক্টোবর: চলতি মরসুমের আগেই দল বদলেছেন পৃথ্বী শ। মুম্বই ছেড়ে যোগ দিয়েছেন মহারাষ্ট্রে। সেই নতুন দলের হয়ে চণ্ডীগড়ের বিরুদ্ধে সোমবার দ্বিশতরান করেছেন তিনি। শুধু তাই নয়, মাত্র ১৪১ বলে করা দ্বিশতরান রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় দ্রুততম দ্বিশতরান।
প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে অনবদ্য ছন্দে দেখা গিয়েছে পৃথ্বীকে। মাত্র ১৫৬ বলে ২২২ রানে অপরাজিত থাকেন তিনি। ইনিংসে রয়েছে ২৯টি চার ও পাঁচটি ছক্কা। স্ট্রাইক রেট ১৪২.৩১!
রঞ্জিতে দ্রুততম দ্বিশতরানের নজির রয়েছে রবি শাস্ত্রীর। ১৯৮৪-’৮৫ মরসুমে বরোদার বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে মাত্র ১২৩ বলে দ্বিশতরানে পৌঁছেছিলেন শাস্ত্রী। তবে রঞ্জিতে প্লেট ও এলিট গ্রুপ মিলিয়ে দ্রুততম দ্বিশতরান রয়েছে তন্ময় আগরওয়ালের (১১৯ বলে)। জয়ের জন্য শেষ দিনে চণ্ডীগড়কে করতে হবে ৩৩৫ রান।