দাবা বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বসিত গুকেশ
শুক্রবার থেকে গোয়ায় শুরু হচ্ছে বিশ্বকাপ দাবা। বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ ফের গোয়ায় ফিরতে পেরে উচ্ছ্বসিত। শেষ বার ২০১৯ সালে গোয়া আন্তর্জাতিক ওপেন দাবা প্রতিযোগিতায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বিশ্বকাপে তিনি শুরু করছেন শীর্ষ বাছাই হিসেবে। সোমবার বলেছেন, “আমি বিশ্বকাপ নিয়ে রীতিমতো উত্তেজিত। গোয়ায় আমার অনেক সুখস্মৃতি রয়েছে। জুনিয়র ইভেন্টে এখানে খেলেছি। বিশ্বকাপেও সেরাটা দিতে মরিয়া।”
জয়ী বাংলা
পঞ্জাবের অমৃতসরে ছেলেদের সাব জুনিয়র জাতীয় ফুটবল প্রতিযোগিতার প্রথম ম্যাচে সোমবার বাংলা ৩-০ হারিয়েছে কর্নাটককে। ৬২ মিনিটে বাংলাকে এগিয়ে দেয় অভিনব বিশ্বাস। ৬৭ মিনিটে ২-০ করে প্রিয়াংশু নস্কর। সংযুক্ত সময়ে (৯০+৬ মিনিটে) সাগ্নিক কুণ্ডু তৃতীয় গোল করে। বুধবার বাংলার প্রতিপক্ষ অসম।
দাপট তৃষিতার
মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ট্রফি এলিট পর্যায়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল বাংলা। সোমবারা তারা হারিয়েছে হিমাচল প্রদেশকে। প্রথমে ব্যাট করে ২০ ওভারে বাংলা করে ১০৮-৭। সর্বাধিক ৩৭ রান করেন তৃষিতা সরকার। জবাবে হিমাচল প্রদেশ ৯১ রানে অলআউট হয়।
হার সঙ্গীতাদের
মেয়েদের ত্রিদেশীয় আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে নেপালের বিরুদ্ধে ১-২ হেরে গিয়েছেন সঙ্গীতা বাসফোররা। জোড়া গোল করেছেন সবিত্রা ভান্ডারি। ভারতের হয়ে ব্যবধান কমান করিশ্মা শিরভইকর।