হবু ভিসিরা রাজভবনে
নিজস্ব সংবাদদাতা
কলকাতা, যাদবপুর-সহ রাজ্যের ছ’টি বিশ্ববিদ্যালয়ের হবু উপাচার্যদের সঙ্গে পরিচয় পর্ব কার্যত সেরে রাখলেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সোমবার বিকেলে পূর্ব ঘোষণা অনুযায়ী, ছ’জন সম্ভাব্য উপাচার্যের সঙ্গে রাজভবনে কথা বলেন আচার্য। সূত্রের খবর, বোস তাঁদের বঙ্গের শিক্ষাব্যবস্থার হৃত গৌরব স্মরণ করান। হবু উপাচার্যদের মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ ঘোষ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চিরঞ্জীব ভট্টাচার্য, গৌড়বঙ্গের আশিস ভট্টাচার্য, ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের চন্দ্রদীপা ঘোষ, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের আবু তালেব ও কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উদয় বন্দ্যোপাধ্যায় রাজভবনে গিয়েছিলেন। সম্ভবত এই সপ্তাহেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্থায়ী উপাচার্য নিয়োগ হতে চলেছে বলে রাজভবন সূত্রের খবর।