ময়না তদন্তে জালিয়াতি,
অভিযোগ তুতোভাইয়ের
পুণে, ২৭ অক্টোবর: অস্বাভাবিক মৃত্যুর পরে মহারাষ্ট্রের সাতারা জেলার তরুণী ডাক্তারের দেহের ময়না
তদন্তে ঢিলেমি করে জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ তুললেন তাঁর এক তুতোভাই। মৃতার হাতের তালুতে এক পুলিশ অফিসারের বিরুদ্ধে ধর্ষণ এবং বাড়িওয়ালার ছেলের বিরুদ্ধে নির্যাতন করার অভিযোগ লেখা ছিল। মিলেছে চার পাতার একটি
সুইসাড নোটও।
এ দিকে ভাগ্যশ্রী মারুতি পাচঙ্গনে নামে এক মহিলা অভিযোগ করেছেন, ওই তরুণীকে বাধ্য করা হয়েছিল তাঁর মেয়ের দেহের ময়না তদন্তের রিপোর্ট জাল করতে। ময়না তদন্তের রিপোর্টে জালিয়াতি ও ভুয়ো সুস্থতার শংসাপত্র দেওয়ার জন্য ওই তরুণীর উপরে টানা পুলিশি এবং রাজনৈতিক চাপ আসত বলে অভিযোগ।
ভাগ্যশ্রীর অভিযোগ, গত অগস্টে শ্বশুরবাড়িতে খুন করা হয় তাঁর মেয়েকে। সেনা আধিকারিক জামাই রাজনৈতিক প্রভাব খাটিয়ে ময়না তদন্তের রিপোর্ট জাল করান। মাস খানেক পরে তাঁরা সাজানো সেই রিপোর্ট হাতে পেয়েছিলেন।
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস তাঁর দল বিজেপির প্রাক্তন সাংসদ রণজিৎ নাইক নিম্বালকর এবং বিধায়ক শচীন পাটিলের ওই তরুণী ডাক্তারের মৃত্যুর ঘটনায় যোগের অভিযোগ নস্যাৎ
করে দিয়েছেন।
সংবাদ সংস্থা