কাঁটাতার নিয়ে বিএসএফকর্তা
নিজস্ব সংবাদদাতা
মালদহ: ভিজিল্যান্স সপ্তাহ পালনের অনুষ্ঠানে সোমবার পুরাতন মালদহের নারায়ণপুরের ক্যাম্পে বিএসএফের মালদহ রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি অজিত কুমার বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে বলেন, “রাজ্যের সরকারের তরফে জমি না-মেলায় কাঁটাতারের বেড়া দিতে সমস্যা হচ্ছে। সেই সমস্যা মেটানোর প্রক্রিয়া চলছে।” জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন, “জমি জট মেটানো হচ্ছে।”