বেফাঁস বিজয়বর্গীয়, বিঁধছেন আদিত্যও
ইন্দোর, ২৭ অক্টোবর: গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটারকে যৌন নিগ্রহের ঘটনায় বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের নগরোন্নয়ন মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়ের মন্তব্যের পর থেকেই সরগরম দেশের রাজনীতি। বিজয়বর্গীয়ের মন্তব্যের প্রেক্ষিতে আগেই বিজেপির সমালোচনা করেছিলেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদব। এ বার সরাসরি বিজেপিকে বিঁধছেন শিবসেনা নেতা
আদিত্য ঠাকরেও।
মধ্যপ্রদেশের ইন্দোরে অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটারকে যৌন নিগ্রহের ঘটনায় গত রবিবার বিতর্কিত মন্তব্য করেছিলেন কৈলাস বিজয়বর্গীয়। ঘটনার দায়ভার ওই দুই ক্রিকেটারের দিকে ঠেলে তিনি দাবি করেছিলেন, খেলোয়াড়দেরই ‘আরও বেশি সতর্ক’ থাকা উচিত ছিল। এক সংবাদ সংস্থার প্রশ্নের উত্তরে বিজয়বর্গীয় বলেছিলেন, “খেলোয়াড়েরা কাউকে কিছু না জানিয়ে, সেখানে চলে গেলেন— এমনকি তাঁরা ওঁদের কোচকেও কিছু বলেননি। এটা ওঁদেরও ভুল।’’ কৈলাস আরও জুড়ছেন, ‘‘যখন আমরা অন্য দেশ বা শহরে যাই, তখন আমাদের নিজেদের নিরাপত্তা নিয়ে সচেতন থাকা উচিত।”
এই মন্তব্যের কথা সামনে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এমন ঘটনায় মধ্যপ্রদেশ সরকার দেশের অতিথিদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছে— এমনই মনে করছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদব। বিজয়বর্গীয়কে বিঁধে তিনি বলেন, ‘‘নারী নিরাপত্তার উপর জোর না দিয়ে উনি নির্যাতিতাদেরই দায়ী করছেন। ইন্দোরের ঘটনা প্রমাণ করছে যে, আমরা দেশের অতিথিদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছি।” এ দিন বিজয়বর্গীয়কে বিঁধেছেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরেও। তাঁর কথায়, ‘‘এমন মন্তব্য লজ্জার। আমি নিশ্চিত সরকারের তরফে ওঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না। আমরা অলিম্পিক্স, কমনওয়েল্থ গেম্স আয়োজন করছি, বিদেশি বিনিয়োগকারীদেরও আহ্বান জানাচ্ছি— এমন পরিস্থিতিতে এই ঘটনা সরকারের করুণ মানসিকতাই প্রমাণ করে।’’ এ ছাড়াও মহিলাদের প্রতি বিজেপি নেতাদের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলছেন আদিত্য ঠাকরে।
সংবাদ সংস্থা