উমরদের শুনানি ফের
পিছিয়ে ৩১ অক্টোবর
নয়াদিল্লি, ২৭ অক্টোবর: উমর খালিদদের জামিনের শুনানি সোমবারও হল না সুপ্রিম কোর্টে। তবে দিল্লি পুলিশকে তাদের বক্তব্য জানানোর জন্য আরও দু’সপ্তাহ সময় দিতেও রাজি হয়নি আদালত। ফলে ৩১ অক্টোবর ওই শুনানি হবে বলে ধার্য হয়েছে।
২০২০ সালের দিল্লি গোষ্ঠী সংঘর্ষের চক্রান্তে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে উমর খালিদ, শারজিল ইমাম, মীরান হায়দার, গুলফিশা ফাতিমা এবং শিফাউর রহমানের বিরুদ্ধে। তাঁদের জামিনের আবেদন সংক্রান্ত শুনানি এ দিন হওয়ার কথা ছিল বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি আনজারিয়ার বেঞ্চে। এর আগের শুনানিতে বিচারপতিরা বলেছিলেন, এ দিনই তাঁরা মামলার ফয়সালা করতে চান। সেই মোতাবেক অভিযুক্তদের জামিন প্রসঙ্গে দিল্লি পুলিশকে তার বক্তব্য জানাতে বলা হয়েছিল। দীর্ঘায়িত বিচার পদ্ধতির কারণে পাঁচ বছরের বেশি বন্দি থাকার পরেও কেন জামিন দেওয়া হবে না, জানতে চাওয়া হয়েছিল তার উত্তরও। এ দিন দিল্লি পুলিশের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু এ জন্য দু’সপ্তাহ সময় চান। আদালত তা মানেনি। বরং আগামী শুক্রবার, ৩১ তারিখের জন্য মামলাটি ফের তালিকাভুক্ত করা হয়েছে।
দিল্লি পুলিশের উদ্দেশে বিচারপতিরা বলেন, ‘‘আমরা আপনাদের যথেষ্ট সময় দিয়েছি। আগের বারেই আমরা বলে দিয়েছিলাম, ২৭ অক্টোবর আমরা মামলাটি শুনব এবং ফয়সালা করব। সত্যি বলতে কী, জামিনের ব্যাপারে পাল্টা হলফনামা দেওয়ার এমনিই কিছু নেই।’’ হাই কোর্ট অবশ্য জামিনের আর্জি নামঞ্জুর করে বলেছিল, অভিযুক্তদের বিরুদ্ধে প্রাথমিক ভাবে গুরুতর অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে তাড়াহুড়ো করা ঠিক নয়। সুপ্রিম কোর্টে উমরদের হয়ে আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিঙ্ঘভি দু’জনেই সওয়াল করেছেন, অভিযুক্তেরা পাঁচ বছরের বেশি সময় ধরে জেলে রয়েছেন। পুরো প্রক্রিয়াটাই দীর্ঘায়িত হয়ে চলেছে। জামিনের ব্যাপারে আর বিলম্ব হওয়া উচিত নয়।
সংবাদ সংস্থা