২১ মাওবাদীর আত্মসমর্পণ
নয়াদিল্লি, ২৭ অক্টোবর: ফের মাওবাদী দমনে সাফল্য পেল ছত্তীসগঢ় পুলিশ। গত কাল সন্ধ্যায় ছত্তীসগঢ়ের কাঁকের জেলায় ২১ জন মাওবাদী পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ওই ২১ জনের মধ্যে ১৩ জন শীর্ষস্থানীয় মাওবাদী নেতা। ওই মাওবাদীদের কাছ থেকে ১৮টি অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাজমাধ্যমে লেখেন, ‘৩১ মার্চের মধ্যে মাওবাদী সমস্যা শেষ করতে বদ্ধপরিকর।’ নিজস্ব সংবাদদাতা